‘ভাইকে জীবিত পেয়েছি, সেটাই স্বস্তির’

ila_arka_ds.jpg
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অর্কর সঙ্গে বোন ইলা। ছবি: স্টার

'ভাইকে জীবিত ফেরত পেয়েছি, সেটাই অনেক স্বস্তির বিষয়', আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে কথাগুলো দ্য ডেইলি স্টারকে বলেন ইলা বঞ্জ (৪২)।

ইলার ছোট ভাই অর্ক কর (২৬) চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আইসিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। গত ৪ মের দুর্ঘটনায় তিনিও আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

অর্কর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী।

ইলা বঞ্জ বলেন, 'যখন দুর্ঘটনা ঘটে, তখন সে আমাকে ফোন করে বলেছিল, "আমাকে বাঁচাও"। এরপর তার ফোন বন্ধ হয়ে যায়। তখন খুবই অসহায় লাগছিল। পরে অন্য কারো ফোন থেকে সে যোগাযোগ করে। এরপরই হাসপাতালে চলে আসি। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে, অবস্থা স্টেবল। আশঙ্কাজনক নয়।'

'আমরা তিন বোনের একমাত্র ভাই অর্ক। সবার ছোট হওয়ার খুব আদরের। তাকে যে আমরা জীবিত ফেরত পেয়েছি, আমাদের জন্য সেটাই অনেক বড় স্বস্তির বিষয়', যোগ তিনি।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago