শাহরুখের ‘জওয়ান'-এর টিজার দেখে যা বললেন সালমান

ছবি: সংগৃহীত

বলিউডের কিং খান শাহরুখের 'জওয়ান' ছবির টিজার প্রকাশিত হয়েছে গত শুক্রবার। সিনেমাটির টিজার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ও নাম ঘোষণা করলেন শাহরুখ। 

দেড় মিনিটের টিজারে শাহরুখের লুক দেখে চমকে গেছে গোটা বিশ্ব। পুরো ভিন্ন এক লুক দেখে দারুণ মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে সালমান খান তার ক্যাপশনে লিখেছেন, 'আমার জওয়ান ভাই প্রস্তুত আছেন।'

শাহরুখ-সালমানের বন্ধুত্ব সম্পর্কে সবার জানা। গত বছর শাহরুখের ছেলে আরিয়ান মাদক মামলায় জড়ানোর পর ছায়ার মতো সঙ্গে ছিলেন। সেই সময় থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণের নায়িকা নয়নতারা। 

আগামী বছর ৪টি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে শাহরুখ খানের। যার মধ্যে রয়েছে 'পাঠান', 'ডানকি' ও 'জওয়ান'। সালমান খানের 'টাইগার' সিরিজের সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago