ভ্যাকসিনেশন সপ্তাহে ১ কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে ১ কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'সারাদেশের ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'করোনার টিকা দেওয়ায় সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক আছে। আমরা দেশের জনগণকে আরও ভালো রাখতে চাই।'

টিকা গ্রহণকারীদের তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানান।

Comments

The Daily Star  | English

Bus electrocution in Gazipur: 3 IUT students die, 15 injured

The accident happened as six BRTC double-decker buses carrying the students were going to Matir Maya Eco Resort in Sreepur from the university campus in Gazipur for picnic

8m ago