গাজীপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। 

আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের কাপাসিয়া সেন্ট্রাল কলেজ গেট মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক ও যাত্রী কিশোরগঞ্জের পশ্চিম হয়বতনগর গ্রামের ঝিনুক মিয়ার ছেলে জিন্নাত এবং সাতারপুর গ্রামের আবদুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আবুল ফজল মোহাম্মদ নাসিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ ভোরে কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অনন্যা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক ও যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

127 former BDR members walk out of jail after 16 years

Family members of the released had gathered at the main gate of the jail since morning, eagerly awaiting the reunion

55m ago