সাভারে ৭ দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষার্থী রাব্বি

রাব্বি আহমেদ রনি। ছবি: সংগৃহীত

সাভারে গত ৭ দিন ধরে নিখোঁজ আছে স্কুলশিক্ষার্থী রাব্বি আহমেদ রনি। আজ শনিবার সকালে রাব্বি আহমেদ রনির মা রেহেনা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

রেহেনা আক্তার বলেন, 'আমার ছেলে গত ২৮ মে বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে সকালে বাসা থেকে বের হয়ে ফিরে আসেনি। অনেক জায়গায় তাকে খুঁজেছি কিন্তু পাইনি। কোন বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল তাও জানি না। থানায় জিডি করার পর পুলিশও খোঁজ করছে। পরে র‌্যাবের কাছেও একটি অভিযোগ দিয়েছি। ৭ দিন হয়ে গেছে তার কোনো খবর পাচ্ছি না।'

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, 'আমরা অনুসন্ধান করছি। নিখোঁজ রাব্বিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নিখোঁজের পরদিন ২৯ মে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।'

জিডির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, '২৮ মে সকালে বন্ধুদের সঙ্গে হেমায়েতপুরে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয় রাব্বি। এরপর থেকে সকল আত্মীয়র বাসায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। তার ফোনও বন্ধ আছে।'

নিখোঁজ রাব্বি পরিবারের সঙ্গে সাভার পৌরসভা এলাকার দিলখুশাতে ভাড়া বাসায় থাকত। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রাব্বি।

Comments

The Daily Star  | English

Govt forms 11-member media reform commission

Senior journalist Kamal Ahmed to lead the commission

6m ago