‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে আমন্ত্রণ’

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে নিয়োজিত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ান টেম্বনকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আজ শনিবার ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওবায়দুল কাদের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে উদ্দেশ্য করে বলেন, 'আপনাকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত রইলো। আমরা আনুষ্ঠানিকভাবে আপনাকে চিঠি দেবো।'

সেখানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরও উপস্থিত ছিলেন।

২০১২ সালে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণে ১০২ কোটি ডলারের অর্থ ঋণ প্রদানের চুক্তি থেকে সরে যায়। পরে কানাডার একটি আদালতে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

আইন অনুমতি দিলে খালেদা জিয়াকেও আমন্ত্রণ

ওবায়দুল কাদের বলেন, নিয়মের মধ্যে পড়লে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে।

ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, 'খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। সুতরাং নিয়মের মধ্যে পড়লে তাকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাব।'

তিনি আরও বলেন, 'নিয়ম-কানুন জেনে আমরা দেবো। তবে বিএনপি নেতারা দাওয়াত পাবে। তাদের অন্যান্য শরিক দল, বাম-ডান সবাই পাবেন। কার্ড আমরা দেবো, এটা জাতীয় সম্মানের প্রতীক, জাতির সক্ষমতার প্রতীক।'

আশা করেন তারা আসবে কি না, জানতে চাইলে কাদের বলেন, 'আশা-নিরাশার কোনো বিষয় না। আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, দিস ইজ ভেরি ইমপরট্যান্ট।'

ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ নারী চালকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য ব্র্যাক এই অনুষ্ঠানের আয়োজন করে।

Comments

The Daily Star  | English
Tamim Iqbal

Tamim announces retirement from international cricket, again

Bangladesh's star opener Tamim Iqbal announced his retirement from international cricket through a post from his official Facebook page today.

5h ago