মোহাম্মদপুর কৃ‌ষিমা‌র্কেটে বেশি দামে চাল বিক্রি, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

স্টার ফাইল ফটো

মূল‌্য কারসাজি, চাল কেনার রশিদ না রাখা, মূল‌্য তালিকা হালনাগাদ না ক‌রে বেশি দামে চাল বিক্রয় করায় রাজধানীর মোহাম্মদপুর কৃ‌ষিমা‌র্কেটের ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার ওই মার্কেটের চালের আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের উপপ‌রিচালক বিকাশ চন্দ্র দাস ও সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago