সাকিব ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক, সহ-অধিনায়ক লিটন

ছবি: ফিরোজ আহমেদ

মুমিনুল হক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই আলোচনার সূত্রপাত। কার হাতে উঠবে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব? গুঞ্জন চলছিল, তারকা বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান হতে যাচ্ছেন তার স্থলাভিষিক্ত। সেটা সত্যি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভাতে নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। সাকিবের হাতেই উঠেছে লাল বলের ক্রিকেটের অধিনায়কের ব্যাটন।

বৃহস্পতিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবকে অধিনায়ক করার পাশাপাশি টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে।

বাংলাদেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন সাকিব প্রথমবার টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন ২০০৯ সালে। এই দায়িত্ব শেষবার তিনি পালন করেছিলেন ২০১৯ সালে। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় এরপর সব ধরনের ক্রিকেট থেকে এক বছর দূরে থাকতে হয় তাকে। দেশের ক্রিকেটের সেই টালমাটাল সময়ে সাদা পোশাকের দলের নেতৃত্ব গিয়েছিল মুমিনুলের কাঁধে। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজ পর্যন্ত তিনি একটানা আড়াই বছরের বেশি এই পদে ছিলেন।

এখন পর্যন্ত দুই মেয়াদে ১৪ টেস্টে অধিনায়ক হিসেবে খেলেছেন ৩৫ বছর বয়সী সাকিব। তার নেতৃত্বে ১১টি হারের বিপরীতে তিনটিতে জিতেছে বাংলাদেশ। অন্যদিকে, ব্যাটিংয়ে মনোযোগ দিতে দায়িত্ব ছেড়ে দেওয়া মুমিনুলের নেতৃত্বে ১৭ টেস্টে খেলে টাইগাররা জিতেছে তিনটিতে, হেরেছে ১২টিতে ও ড্র করেছে বাকি দুটিতে। এর মধ্যে চলতি বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও রয়েছে।

আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সংস্করণের সিরিজে অংশ নেবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সফরে আগে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। ২৪ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট লুসিয়ায়। এই সিরিজ দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হবে সাকিবের।

Comments