ঢাবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন অযথা ভিড় না করার অনুরোধ
ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী শুক্রবার পরীক্ষা চলাকালীন অপ্রয়োজনীয় কাজে ক্যাম্পাসে ভিড় না করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের লিফলেট ও প্রচারপত্র ফেলে ক্যাম্পাসের পরিবেশ নোংরা না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষার দিন ক্যাম্পাসে সীমিত আকারে যানবাহন চলাচল করবে। এ কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনগমাগম এড়াতে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে।
আগামী ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদের অধীনে 'বি' ইউনিটের পরীক্ষা ১০ জুন বিজ্ঞান অনুষদের অধীনে 'এ' ইউনিটের পরীক্ষা এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে 'ডি' ইউনিটের এবং ১৭ জুন চারুকলার অধীনে 'চ' ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Comments