কেকে কখনো কাউকে অনুকরণ করেননি: উদিত নারায়ণ

কেক ও উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) মঙ্গলবার রাতে ৫৩ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ।

পিঙ্কভিলাকে তিনি বলেন, 'প্রথমত আমি বলতে চাই- এটা খুবই দুঃখজনক। তিনি একজন ভদ্রলোক ছিলেন। একজন গায়ক হিসেবে তার নিজস্ব পরিচয় ছিল, তার নিজস্ব কণ্ঠস্বর ছিল। কেকে কখনো কাউকে অনুকরণ করেননি। তিনি একজন মূল গায়ক ছিলেন। কেকে সবসময় তার কাজকে ভালবাসতেন। তিনি নিজের জগত নিয়ে থাকতেন এবং কখনো কারো ক্ষতি বা আঘাত করেননি।'

তিনি আরও বলেন, 'তিনি আমাকে ফোন করে অভিনন্দন জানাতেন। একই ক্ষেত্রে থাকা সত্ত্বেও এমন ভালোবাসা এবং সম্মানের সঙ্গে সহকর্মীর প্রশংসা করা একটি বড় জিনিস। তিনি ছিলেন ভিন্ন ধরনের মানুষ, খুবই অমায়িক এবং সৎ। তার মৃত্যুর খবরে আমি বিচলিত ছিলাম। রাতে আমি ভালো ঘুমাতে পারিনি। আমি শুধু ভাবছিলাম, মানুষ এভাবে পৃথিবী ছেড়ে চলে যায়।'

Comments

The Daily Star  | English

At 30 hurt as clashes engulf part of Old Dhaka

Suhrawardy college, hospital vandalised as protests over student’s death turn violent

7m ago