সাভারে ছুরিকাঘাতে আহত আলোকচিত্রীর মৃত্যু
সাভার পৌর এলাকায় বখাটেদের ছুরিকাঘাতে আহত আলোকচিত্রী কৃষ্ণ সরকার (৪০) মারা গেছেন।
আজ বুধবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত সোমবার রাতে বখাটেদের ছুরির আঘাতে তিনি গুরুতর আহত হন।
আলোকচিত্রী কৃষ্ণ সরকার সাভারের সুতার নোয়াদ্দা এলাকার বাসিন্দা ছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে কৃষ্ণ সরকারের ভাই গোবিন্দ সরকার ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন-কুষ্টিয়া জেলার মণ্ডলপাড়া এলাকার মো. নয়ন (২৬), সাভারের আড়াপাড়া এলাকার বাশার (২৫), একই এলাকার মো. আকাশ (২৪) এবং সাভারের নামাবাজার এলাকার বুলেট (২৬)।
মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে কৃষ্ণ সরকার ঢাকার মগবাজারের স্টুডিও থেকে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি আড়াপাড়া জমিদারবাড়ির পুকুরপাড়ে পৌঁছালে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কৃষ্ণ সরকারের ভাই গোবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বাড়ির সামনে পুকুর পাড়ে বখাটেরা আড্ডা দিত। তারাই আমার ভাইকে ছুরিকাঘাত করেছে।'
এ বিষয়ে ওসি কাজী মঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।'
Comments