ওটিটি প্ল্যাটফর্মে দীঘির অভিষেক
প্রথমবারের নতুন মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকে। সুমন ধর পরিচালিত 'শেষ চিঠি' মুক্তি পাচ্ছে আগামী ২ জুন রাত ৮টায়।
এতে দিঘীর বিপরীতে প্রথম অভিনয় করেছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সী।
দীঘি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। শেষ চিঠি কাজটি তেমনই। গল্পটি আমার খুব পছন্দের। এই কাজটি দিয়ে ওয়েবে আমার ডেব্যু হচ্ছে। দর্শকরা নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।'
ইয়াশ রোহান ডেইলি স্টারকে বলেন, 'এই প্রজেক্টে আমার চরিত্র একদম ভিন্ন ধরনের। চরিত্রের মধ্যে অনেক বাঁক আছে। একদম ভিন্নভাবে দেখা যাবে আমাকে।'
পরিচালক সুমন ধর বলেন, 'নির্মাণের সঙ্গে আমি দীর্ঘদিন। সব সময় চেয়েছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। এবার চেষ্টা করেছি ওটিটির জন্য নতুন গল্প বলার।'
Comments