৪ থেকে ১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ

ছবি: রাশেদ সুমন/ স্টার ফাইল ফটো

সারা দেশে আগামী ৪ থেকে ১০ জুন পর্যন্ত কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ বিভাগ। আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা জানায়।

দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এ ক্ষেত্রে টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। অধিদপ্তর জানায়, বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলবে।

বুস্টার ডোজ সপ্তাহে ১৮ বছর বয়সী ও তদুর্ধ্ব সব নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পরে বুস্টার ডোজ নেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ১ হাজার ১৩৩ জনকে দ্বিতীয় ডোজ এবং ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৯৪৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago