৩০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি কুয়াকাটা সৈকতে নিখোঁজ যুবকের

ফিরোজ শিকদার। ছবি: সংগৃহীত

৩০ ঘণ্টা পার হয়ে গেলেও খোঁজ মেলেনি কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া যুবক ফিরোজ শিকদারের।
 
শনিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ছাড়া নিখোঁজ ফিরোজের আত্মীয়-স্বজন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশদের কুয়াকাটা সৈকতের তীরবর্তী এলাকায় খুঁজতে দেখা গেছে।
  
শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ।
 
ফিরোজ শিকদার (২৬) গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মিলন শিকদারের ছেলে। আমখোলা বাজারে ভাই ভাই গার্মেন্টস নামে কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

ফিরোজের শাশুড়ি খাদিজা বেগম দ্য ডেইলি স্টারক বলেন, 'আমার সংবাদ পেয়ে গতকাল বিকেলে ফিরোজকে খুঁজতে কুয়াকাটা এসেছি। এখন শুধু তার লাশের আশায় আছি।'  

ফিরোজের সঙ্গে সৈকতে নামা তার বন্ধু মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতে ফুটবল খেলার পর দুপুরে জিরো পয়েন্ট এলাকায় গোসলে নামি আমরা। গোসল শেষে সবাই তীরে উঠলেও ফিরোজ ফেরেনি। শনিবার দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি।'
 
ফিরোজ ভালো সাঁতার জানতেন না বলে জানান মেহেদী হাসান।  

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস দ্য ডেইলি স্টারকে জানান, ওই পর্যটককে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। এখন পর্যন্ত খোঁজ মেলেনি।

 

Comments

The Daily Star  | English

Govt forms 11-member media reform commission

Senior journalist Kamal Ahmed to lead the commission

29m ago