পশ্চিম ভার্জিনিয়ায় জন্মদিনের পার্টিতে গুলি চালানো হামলাকারী নিহত
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় এবার জন্মদিনের পার্টিতে ভিড়ের মধ্যে আধা-স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালানো ব্যক্তিকে পাল্টা গুলিতে হত্যা করেছেন এক নারী।
ভার্জিনিয়া পুলিশের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, বুধবার পশ্চিম ভার্জিনিয়ার চার্লসটনে ৩০-৪০ জনের একটি দলকে লক্ষ্য করে গুলি চালান ওই বন্দুকধারী। তবে তাৎক্ষণিক তাকে গুলি করে নিভৃত করেন পার্টির উদ্দেশ্যে যাওয়া এক নারী।
পুলিশের মুখপাত্র টনি হ্যাজেলেট জানান, ওই নারীর দ্রুত প্রতিক্রিয়ায় অনেকের জীবন বেঁচেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত মঙ্গলবার রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হওয়ার পর দেশটিতে আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহার নিয়ে জাতীয় বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটলো।
বুধবার সন্ধ্যায় সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। সেসময় সেখানে শিশুরা খেলা করছিল বলে তাকে গাড়ির গতি কমানোর জন্য সতর্ক করা হয়।
পরে তিনি একটি এআর-১৫ রাইফেল হাতে ফিরে আসেন এবং শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে জন্মদিন-গ্র্যাজুয়েশন পার্টি লক্ষ্য করে তার গাড়ি থেকে গুলি চালান।
সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র টনি হ্যাজেলেট জানান, বন্দুকধারীকে গুলি করতে দেখে ওই নারী পাল্টা গুলি চালান। যদিও আইন প্রয়োগকারীদের সঙ্গে তার (নারী) কোনো সংশ্লিষ্টতা ছিল না।
ওই নারীর পরিচয়ও গোপন রেখেছে পুলিশ।
টনি হ্যাজেলেট বলেন, 'ওই নারী স্থানীয় কমিউনিটির একজন সদস্য এবং তিনি লাইসেন্সধারী অস্ত্র বহন করছিলেন। তিনি ভয় পেয়ে পালিয়ে না গিয়ে বরং অনেকগুলো জীবন বাঁচিয়েছেন।'
বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালানোর পরও ওই নারী ঘটনাস্থলে ছিলেন এবং তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন।
তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত বন্দুকধারী ডেনিস বাটলারের (৩৭) অপরাধের তালিকা বেশ বিস্তৃত। একাধিক গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে তার মরদেহ পাওয়া গেছে।
টনি হ্যাজেলেট বলেন, 'ডেনিস বাটলার আধা-স্বয়ংক্রিয় রাইফেলটি কোথায় পেয়েছেন তা স্পষ্ট নয়। এ ধরনের অস্ত্র বহনের জন্য তার কোনো আইনগত অনুমোদন ছিল না।'
Comments