আ. লীগের বিদ্রোহী প্রার্থী ইমরানের প্রার্থিতা প্রত্যাহার

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন করছেন ইমরান। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী প্রার্থী' মাসুদ পারভেজ খান ইমরান।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় কুমিল্লা বিসিক রোডের চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে কুসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করেছে তিনি।

কুসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে।

এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ইমরান।

গত মঙ্গলবার এ বিষয়ে আলোচনা করতে ইমরানকে ঢাকায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠায় দলটি।

সেদিন আলোচনা শেষে ইমরান জানান, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন তিনি।

এর পরিপ্রেক্ষিতেই আজ মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ইমরান।

ইমরানের বাবা অধ্যক্ষ আফজল খান ২০১২ সালে এবং ইমরানের বড় বোন আঞ্জুম সুলতানা সীমা ২০১৭ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন। ২ বারই তারা বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন।

পরপর ২ বার পরাজয়ের পর তারা অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের অসহযোগিতা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ষড়যন্ত্রের কারণে তারা হেরেছেন।

এবার সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া রিফাত বাহাউদ্দীন বাহারের অনুসারী ও আস্থাভাজন বলে পরিচিত।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলের ভেতরের দীর্ঘ দিনের কোন্দল নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছিল। এতে স্থানীয় নেতা-কর্মী অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। আজ ইমরানের ঘোষণায় সেই অবস্থার পরিবর্তন হতে পারে।

অপর দিকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নেওয়ায় পরপর ২ বারের মেয়র দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

Comments

The Daily Star  | English

3 IUT students die, 15 injured as picnic bus electrocuted in Gazipur

The three students, in a panic, attempted to jump off the bus but were electrocuted after they came in contact with the electrified body of the vehicle

46m ago