হালদায় ভেসে উঠল মৃত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন
চট্টগ্রামে হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে নদীর তীরবর্তী অঞ্চল লাঙ্গলমোড়া ইউনিয়নের তেরপালি খালের মুখ থেকে ডলফিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'উদ্ধার করা ডলফিনটি ৬০ ইঞ্চি লম্বা। ডলফিনটির আনুমানিক ওজন ৩৫ কেজি। সেটির শরীরে লম্বা একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।'
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ৩৪টি ডলফিন মরে ভেসে ওঠে হালদা ও এর শাখা খালে। দুএকটি বাদ দিলে প্রায় সব মরা ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করে উদ্ধারকারীরা। একাধিক ডলফিন কেটে হত্যা করা হয়েছিল।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) একটি জলজ প্রাণী এই ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। এর মধ্য থেকে গত ৪ বছরে মারা গেছে ৩৪টি ডলফিন, যা খুবই উদ্বেগজনক বলে মনে করছেন নদী ও জলজ প্রাণী বিশেষজ্ঞরা।
Comments