ফজলি আমের জিআই স্বত্ব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের

ফজলি আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা। এখন থেকে এই জেলা দুটো ফজলি আমের ভৌগলিক নির্দেশক (জিআই) স্বত্ব ব্যবহার করতে পারবে। এর ফলে কৃষকরা জনপ্রিয় এই আমকে দেশে-বিদেশে আরও বেশি করে ব্র্যান্ডিং করতে পারবেন।    

আজ মঙ্গলবার জিআই স্বত্ব নিয়ে শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা এখন থেকে ফজলি আমের উৎপাদনকারী অঞ্চল হিসেবে জিআই স্বত্ব ব্যবহার করতে পারবে।

'সিদ্ধান্ত হয়েছে এখন থেকে উভয় জেলাই ফজলি আমের জিআই স্বত্ব ব্যবহার করতে পারবে', বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

ডিপিডিটি থেকে রাজশাহীর ফজলি আমের জিআই স্বত্ব পাওয়ার পর ২০২১ সালের অক্টোবর মাসের প্রথম দিকে চাঁপাইনবাবগঞ্জের কৃষকের একটি গ্রুপের দায়ের করা পিটিশনের পর ডিপিডিটি গঠিত ট্রাইব্যুনালে শুনানির পর এই রায় এসেছে। 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সমিতি আমটি চাঁপাইনবাবগঞ্জের দাবি করে একটি পিটিশন দাখিল করে এবং রাজশাহীর পাওয়া জিআই স্বত্বের বিরোধিতা করে।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: CA offers full support to probe body

Commission receives 1,600 complaints so far

36m ago