আচরণবিধি ভঙ্গ: সিরিজ শেষের আগেই বাংলাদেশ ছাড়ছেন লঙ্কান ক্রিকেটার
স্কোয়াডে আছেন কিন্তু দুই টেস্টের কোনটিতেই একাদশে জায়গা পাননি ব্যাটসম্যান কামিল মিশারা। না খেলে বসে থাকার মাঝেও আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ক্রিকেটারদের তাৎক্ষণিক সিদ্ধান্তে দেশে ডেকে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
এসএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ সদস্যের দল থেকে মিশারাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে একটি গুরুতর আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। দেশে ফেরার পর জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জেনে নেওয়া হবে ব্যবস্থা।
লঙ্কান বোর্ড জানায়, এই খেলোয়াড় আচরণ বিধির ১(জে) ধারা ভঙ্গ করেছেন। যেখানে অশোভন আচরণ করার শাস্তির কথা উল্লেখ আছে।
শ্রীলঙ্কার হয়ে এখনো টেস্ট অভিষেক হয়নি ২১ পেরুনো মিশারার। তবে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্ট অভিষেকটা অদূর ভবিষতেও অনিশ্চতায় পড়ে গেল। আচরণবিধির ব্যাপারে এর আগেও বিভিন্ন ক্রিকেটারকে কড়া সাজা দিতে দেখা গেছে এসএলসিকে।
Comments