মুমিনুল রান পাচ্ছে না, কিন্তু তার ফর্ম খারাপ নয়: ডমিঙ্গো

Mominul Haque
আউট হয়ে মুমিনুলের হতাশা। ছবি: ফিরোজ আহমেদ

সব শেষ খেলা ৬ টেস্ট ইনিংসের প্রতিটিতেই দুই অঙ্কের আগে আউট হয়েছেন মুমিনুল হক। গত ১৪ ইনিংসের মধ্যে মাত্র তিনবার পেরিয়েছেন দুই অঙ্কের ঘর। তবু বাংলাদেশ টেস্ট অধিনায়কের ফর্ম খারাপ বলতে রাজী নন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মনে হচ্ছে সবই ঠিক আছে, কেবল রানটাই আসছে না।

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে ২ উইকেট পড়লে ক্রিজে যান মুমিনুল। গিয়েই তার ব্যাট থেকে আসে দুই বাউন্ডারি। ইতিবাচক কিছুর আভাস দিয়েই নিভেছেন দ্রুতই।

আসিতা ফার্নান্দোর বলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যাচ দিয়ে ফেরেন উইকেটের পেছনে। ৯ বলেই থামেন ৯ রানে।

গত ১৪টি টেস্ট ইনিংসে মুমিনুল কেবল ১৩.৫৪ গড়ে করেছেন ১৭৬ রান। মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা টেস্টে করে ৮৮ রানই এই সময়ে তার একমাত্র ফিফটি।

টানা রান খরায় থাকা দলের অধিনায়ককে নিয়ে উঠেছে প্রশ্ন। সোমবার টপ ও মিডল অর্ডারের  ব্যর্থতায় ২৪ রানেই পড়ে যায় ৫ উইকেট। ২৫৩ রানের জুটিতে লিটন দাস ও মুশফিকুর রহিম পরিস্থিতি সামাল দিলেও ক্ষতগুলো আড়াল হয়নি।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলের ছন্দহীনতার প্রশ্নে বাংলাদেশ কোচ দিলেন নিজের ব্যাখ্যা,  'তার রেকর্ড দুর্দান্ত। টেস্টে ৫১ ম্যাচ খেলেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি (১১টি) তার। মুশফিক ৯ সেঞ্চুরি করল ৮২ টেস্টে। মুমিনুল জানে কীভাবে রান করতে হয়। সব খেলোয়াড়ই খারাপ সময়ের ভেতর দিয়ে যায়। কোচ হিসেবে আপনাকে তাদের সমর্থন যোগাতে হবে, বিশ্বাস দিতে হবে।'

'আমার মনে হয় না সে খারাপ ফর্মে আছে। সে রান পাচ্ছে না। নেটে যখন আজ সকালেও তাকে দেখলাম খুব ভালো দেখাচ্ছিল তাকে। তার অবস্থা ভাল আছে। সে রানের মধ্যে নেই, আউট অফ অব ফর্ম না।'

Comments