বেনাপোলে ৫ বিদেশি পিস্তল ও গুলিসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বেনাপোলে উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি। ছবি: সংগৃহীত

বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ 'অস্ত্র ব্যবসায়ী' বাবা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তারা হলেন সাদিপুর গ্রামের মো. শাহ জামাল ওরফে কালু (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)। আজ সোমবার সকালে তাদের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য, আটকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছিল।

এ ব্যাপারে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারত থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ অস্ত্র কালুর বাড়িতে মজুদ করা হয়েছে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালু অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক পিতা-পুত্রের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মিনহাজ।

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

11h ago