করারোপে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি প্রজ্ঞা-আত্মার

সংবাদ সম্মেলনে বক্তারা কথা বলছেন। ছবি: স্টার

সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে সিগারেটসহ সব তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স—আত্মা।

আজ মঙ্গলবার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান কর কাঠামো ধূমপায়ী ও তামাক ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি বন্ধ করতে ব্যর্থ হয়েছে, যা ২০৪০ সালের মধ্যে তামাকের ব্যবহার নির্মূলের দিকে দেশের যাত্রাকে বিঘ্নিত করেছে। বর্তমান পরিস্থিতিতে সরকারকে অবশ্যই তামাকপণ্যের জন্যে একটি নির্দিষ্ট আবগারি কর কাঠামো চালু করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় তামাক বিরোধী জোটের আহ্বায়ক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান বলেন, 'ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে সরকারের মালিকানা রয়েছে এবং প্রতিষ্ঠানটির ৮ জন পরিচালকের মধ্যে ৪ জনই সরকারি কর্মকর্তা, যারা নীতি-নির্ধারণের সঙ্গেও জড়িত। সুতরাং সরকার ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো থেকে শেয়ারের অংশ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পরিবর্তন সম্ভব নয়।'

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনার সময় প্রজ্ঞার প্রকল্প প্রধান (তামাক নিয়ন্ত্রণ) হাসান শাহরিয়ার বলেন, মিয়ানমার ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে বাংলাদেশে সিগারেটের দাম সবচেয়ে কম।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

9m ago