কুমিল্লা সিটি নির্বাচন: ভোটের ১ মাস আগে মাঠে বিজিবি

কুমিল্লা সিটি নির্বাচন: ভোটের ১ মাস আগে মাঠে বিজিবি
আজ সরেজমিনে বিজিবি প্লাটুনকে নগরীর প্রধান প্রধান সড়কে টহল দিতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ১ মাস আগে আজ রোববার থেকে বিজিবি টহল শুরু করেছে।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রচারণা শুরু হলে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে থাকবেন। আপাতত আজ থেকে এক প্লাটুন বিজিবিকে মাঠে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আছেন একজন ম্যাজিস্ট্রেট।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ সরেজমিনে বিজিবি প্লাটুনকে নগরীর প্রধান প্রধান সড়কে টহল দিতে দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, এখনই প্রার্থীদের প্রচারণা শুরুর কথা নয়। তার পরও যারা প্রচারণার চেষ্টা চালাচ্ছেন, আমরা তাদের শোকজ করছি এবং মৌখিকভাবে সতর্ক করছি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন মেয়র, ১৪৭ জন কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ করা হবে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago