রাশিয়ার গ্যাস ডিপো দখলের হুমকি অস্ট্রিয়ার
রুশ কোম্পানি গ্যাজপ্রমকে অস্ট্রিয়ার সালজবার্গের কাছে অবস্থিত গ্যাস ডিপো আবারও গ্যাস দিয়ে পূর্ণ করার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামার। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করে দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার অস্ট্রিয়ার সংবাদমাধ্যম ক্লেইন জেইতুংকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রিয়ান চ্যান্সেলর এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
সালজবার্গের কাছে অবস্থিত হাইডাচ ডিপো মধ্য ইউরোপের দ্বিতীয় বৃহত্তম গ্যাস ডিপো। এটি অস্ট্রিয়ার প্রয়োজনীয় বার্ষিক গ্যাসের প্রায় এক চতুর্থাংশ ধারণে সক্ষম। কিন্তু গ্যাজপ্রমের মালিকানাধীন এই ডিপো বর্তমানে গ্যাস ছাড়া ফাঁকা ফেলে রেখেছে রাশিয়া।
কার্ল নেহামার বলেন, 'হাইডাচে গ্যাজপ্রমের বিশাল স্টোরেজ যদি গ্যাস দিয়ে পূর্ণ না হয়, তাহলে আমরা এটি পূর্ণ করার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করব।'
'অস্ট্রিয়া ডিপোটিকে জাতীয়করণ করবে—এমন সম্ভাবনা কম। তবে স্টোরেজ ব্যবহার করার অন্যান্য উপায়ও আছে। এর মানে হচ্ছে, হয় আপনাদের এটি ব্যবহার করতে হবে, তা না হলে হারাতে হবে। যদি ব্যবহার করেন, তবে সবকিছু ঠিক থাকবে। আর যদি না করেন, তবে অন্য কোম্পানিগুলো এটি ব্যবহার করতে পারে', যোগ করেন তিনি।
নেহামার জোর দিয়ে বলেন, হাইডাচ ডিপো জার্মানি ও অস্ট্রিয়া— উভয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
গত মার্চের শেষে মস্কো গ্যাস বিক্রির জন্য নতুন অর্থপরিশোধ ব্যবস্থার ঘোষণা দেয়। এ ঘোষণা অনুসারে, ডলারে নয়, রাশিয়ার গ্যাস কিনতে হলে রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে হবে 'অবন্ধুসুলভ' দেশগুলোকে। তা না হলে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দেয় মস্কো।
Comments