আ. লীগের মেয়র প্রার্থী নির্ধারণ হতে পারে আজ

ছবি: স্টার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নির্ধারণ হতে পারে আজ।

এ বিষয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 
এদিকে গত ২৫ এপ্রিল নির্বাচন ভবনে কমিশন সভা শেষে জানানো হয়, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন দেশের ৬টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণ হবে। এসব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলেও জানানো হয়। 

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে, যাচাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। গত ২৫ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এসব তথ্য জানান।

অন্যদিকে, ১৫ জুনের নির্ধারিত কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে গত ১১ মে পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে এখন পর্যন্ত ১৪ জন নেতা-কর্মী আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে আলোচনায় আছেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা (সংরক্ষিত আসনের সংসদ সদস্য), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সিকদার এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
 
এ ছাড়া মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, মহানগর কমিটির সহসভাপতি আলহাজ্ব ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের পুত্র মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, কাজী ফারুক আহমেদ, মাহবুবুর রহমান, মো. শফিউর রহমান, মো. শাহজাহান ও শ্যামল চন্দ্র ভট্টাচার্য। 
 
গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Public admin reforms: Cluster system may be proposed for ministries

The Public Administration Reform Commission is likely to recommend reducing the number of ministries and divisions to 30 from 55 to improve coordination and slash the government’s operational cost.

8h ago