মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ

হেফাজত নেতা মামুনুল হক। স্টার ফাইল ফটো

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া আদালত আগামী ১৭ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৯টায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিয়ে আসা হয়। দুপুর ১টায় তার সাক্ষ্যগ্রহণ শেষে আবারও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।'

আসাদুজ্জামান বলেন, 'ধর্ষণ মামলায় আজ ২ জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, নাজমুল হাসান শান্ত ও মো. শফিকুল ইসলাম। এখন পর্যন্ত এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।'

নারায়ণগঞ্জ আদালতের পিপি রকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 'চার্জশিটের ৯ ও ১০ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আদালত আগামী ১৭ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।'

২০২১ সালের ৩০ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। 
 

Comments