শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ছবি: রয়টার্স

দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। 

আজ সোমবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর অনলাইন। 

ডেইলি মিরর অনলাইনের সংবাদে বলা হয়েছে, সরকারপন্থী সমর্থকদের সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষের পর দেশজুড়ে দিনব্যাপী কারফিউ চলাকালীন তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

গত শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে চলমান রাজনৈতিক সংকট সমাধানের উপায় হিসেবে তার ভাইকে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

রাজাপাকসে এসএলপিপির কয়েকজন সংসদ সদস্যকে জানিয়েছিলেন, তিনি আজ তার সিদ্ধান্ত জানাবেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাষ্ট্রপতি রাজাপাকসে একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য সংসদে সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, বিরোধী দল সামগী জনা বালাওয়েগয়া (এসজেবি) নিশ্চিত করেছে যে, তাদের নেতা সজিথ প্রেমাদাসা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন না।

সোমবার সকালে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে তার সরকারি বাসভবন টেম্পল ট্রিসের বিপরীতে বিক্ষোভ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে, তারা টেম্পল ট্রিসের কাছে সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত ১৬ জনকে আহত অবস্থায় কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

9h ago