অর্থনৈতিক সংকটে ধৈর্য ধরার আহ্বান রাজাপাকসের
সরকারবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দেশটির অর্থনৈতিক সংকট গভীর হওয়ার কারণে আন্দোলনে নেমেছেন দেশটির জনগণ।
আজ সোমবার রাজাপাকসে আন্দোলনকারীদের এই আহ্বান জানান।
ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, 'দেশ একটি চূড়ান্ত সন্ধিক্ষণে পৌঁছেছে।'
এক টেলিভিশন ভাষণে রাজাপাকসে বলেছেন, তার ছোট ভাই গোটাবায়ার নেতৃত্বে সরকার কৃষকদের জন্য সারে ভর্তুকি ব্যবস্থা ফিরিয়ে আনবে।
তিনি আরও বলেন, 'বর্তমান সংকট থেকে শ্রীলঙ্কাকে কীভাবে বের করে আনা যায় তার সমাধানে প্রেসিডেন্ট ও আমি প্রতিটি মুহূর্ত ব্যয় করছি।'
Comments