বঙ্গবন্ধু বায়োপিকের পোস্টারে আরিফিন শুভ

বঙ্গবন্ধু বায়োপিকের পূর্নাঙ্গ পোস্টার। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। অবশেষে সিনেমার পোস্টারে তার দেখা পাওয়া গেল।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা 'মুজিব'। সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর বায়োপিকের পোস্টার উন্মোচন হয়। সেই পোস্টারে কারো চেহারা দেখানো হয়নি। শুধু রেসকোর্সের ময়দানে লাখো মানুষের সামনে মঞ্চে দাঁড়ানো বঙ্গবন্ধুর একটি হাত দেখানো হয়েছিল।

এবার এলো পূর্ণাঙ্গ পোস্টার। সেখানে বঙ্গবন্ধু চরিত্রে দেখা গেল আরিফিন শুভকে। সেই সঙ্গে পোস্টারে উল্লেখ করা হলো এ ছবির বেশ কয়েকজন অভিনয় শিল্পীর নামও।

সেখানে শুভ-তিশার পাশাপাশি আছে রিয়াজ, ফজলুর রহমান বাবু, দীঘি, নুসরাত ফারিয়ার নাম।

বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া দ্য ডেইলি স্টারকে নতুন পোস্টার প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টারে ছবির মুক্তির তারিখ হিসেবে উল্লেখ করা আছে চলতি বছরের সেপ্টেম্বর মাস।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago