৯৬তম জন্মদিনে রানি এলিজাবেথের আদলে বার্বি পুতুল

দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে থাকা রানি এলিজাবেথ ৯৬তম জন্মদিন উদযাপন করছেন আজ ২১ এপ্রিল।
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে থাকা রানি এলিজাবেথ ৯৬তম জন্মদিন উদযাপন করছেন আজ ২১ এপ্রিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দিনটি রানি নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে কাটালেও লন্ডন ও উইন্ডসরজুড়ে 'গান স্যালুটের' মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে তাকে। সামরিক ব্যান্ডগুলো বাজিয়েছে 'শুভ জন্মদিন' গানের সুর। পরিবার ও দেশবাসী শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন তার।

এসবের বাইরে তাকে সম্মান জানাতে ছিল অভিনব আয়োজনও। খেলনা প্রস্তুতকারক কোম্পানি 'ম্যাটেল' রানির আদলে একটি স্মারক বার্বি পুতুল এনেছে বিশেষ এই দিনে। পুতুলটির গায়ে আইভরি রঙা গাউন ও নীল উত্তরীয় জড়ানো। মাথায় আছে রানির বিয়ের মুকুটের আদলে তৈরি মুকুট।

ছবি: রয়টার্স

বার্বির প্রস্তুতকারকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রানিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিংহাসনে তার ৭০ বছর পূর্তিকেও স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তারা। সেজন্যই তার আদলে পুতুল তৈরির জন্য এ সময়টিকে বেছে নিয়েছেন।  

এ ছাড়া, জন্মদিন উপলক্ষে রানির একটি নতুন ছবি প্রকাশিত হয়েছে। উইন্ডসর প্রাসাদে তোলা এ ছবিতে তাকে ২টি সাদা ঘোড়ার সঙ্গে দেখা গেছে।

ছবি: সংগৃহীত

রানি এলিজাবেথের জন্মদিন উপলক্ষে নাতি প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট টুইটারে রানির সঙ্গে পারিবারিক ছবি শেয়ার করেছেন এবং রানিকে শ্রদ্ধা জানিয়েছেন।  

রাজপরিবারের সদস্যদের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরাও রানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত সফররত প্রধানমন্ত্রী বরিস জনসন ভিডিও বার্তায় রানির প্রতি শদ্ধা জানিয়েছেন।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর এলিজাবেথ ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ এক ডজনেরও বেশি ভূখণ্ডের রানি হন। গত বছর তার স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান।

মজার বিষয় হচ্ছে, ২১ এপ্রিল রানির জন্ম হলেও এটিই তার একমাত্র জন্মদিন নয়। রীতি মেনে প্রতি বছর জুনের দ্বিতীয় শনিবার তার আনুষ্ঠানিক জন্মদিন উদযাপন করা হয়। রানির প্রপিতামহ সপ্তম এডওয়ার্ডের সময় থেকেই এ রীতির প্রচলন শুরু হয়।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

8h ago