রবীন্দ্র পুরস্কার পেয়েছেন আতিউর রহমান

রবীন্দ্র পুরষ্কার তুলে দেয়া হয় আতিউর রহমানের হাতে। ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেয়েছেন রবীন্দ্র-গবেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান। আজ সকালে শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে পুরষ্কার তুলে দেয়া হয়। 
 
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। উভয়ে পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষকের হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা-স্মারক ও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার চেক তুলে দেন। তারপর পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করেন আতিউর রহমান। 

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক। তিনি তার বেশ কিছু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূললগ্নতা এবং পূর্ববঙ্গে তার দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন। 

Comments

The Daily Star  | English

BNP won't form govt alone even if it wins 200 seats: Khasru

The 31-point proposal was formulated collectively by 42 parties, including the BNP, says the BNP leader

35m ago