আমরা নিরাপত্তাহীনতায় আছি, কেউ খোঁজ-খবরও নেয়নি: হৃদয় মণ্ডলের স্ত্রী

মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের স্ত্রী জানিয়েছেন, আগামীকাল রোববার তার স্বামী হৃদয় মণ্ডল জামিন পেতে পারে বলে তিনি আশাবাদী। এ ছাড়া তিনি বলেন, 'সরকারের কাছে অনুরোধ, জামিন পেলে তিনি যাতে আবারও স্কুলে ফিরতে পারেন, নিয়মিত ক্লাস নিতে পারেন। তার জন্য আমাদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়।'

আজ শনিবার হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার দ্য ডেইলি স্টারকে এসব কথা বলেন।

১৭ দিন ধরে কারাগারে আছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। রোববার ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ আদালতে জামিন শুনানির দিন ধার্য করা আছে।

শিক্ষক হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হাওলাদার বলেন, 'ওই ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় আছি। কেউ আমাদের খোঁজ-খবরও নেয়নি। শুধুমাত্র সাংবাদিকরা খোঁজ-খবর নিচ্ছেন। সরকারের কাছে দাবি থাকবে আমার স্বামীকে জামিন দেওয়া হোক। তারপর স্কুলে স্বাভাবিকভাবে যাতে ক্লাস নিতে পারেন।' 

তিনি বলেন, 'আমার স্বামীকে প্রধান শিক্ষক কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। ছাত্ররা সেটি মেনেও নিয়েছিলেন। তবে বহিরাগতরা মানেননি। তারা ঘটনার দিন বাসায় এসে ঢিল ছুড়েছে, লাঠি দিয়ে দরজায় আঘাত করেছে। গালি দিয়ে বাসা থেকে বের হতে বলেছে। আমার স্বামী একজন ভালো শিক্ষক। আর ৬ বছর ছিল তার চাকরির মেয়াদ। স্কুলের কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করছি। স্কুলের কেউ কেউ চাচ্ছিলেন না আমরা এ সুবিধা পাই। আমি শতভাগ নিশ্চিত উসকানি দিয়ে আমার স্বামীকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt forms 11-member media reform commission

Senior journalist Kamal Ahmed to lead the commission

Now