মহারাজকে থামিয়ে তাইজুলের ৫ উইকেট

Taijul Islam
উইকেট পেয়ে তাইজুলের উল্লাস। ছবি- টুইটার

আটে নেমে আগ্রাসী মেজাজে ফিফটি তুলে নেন কেশব মহারাজ। তার ব্যাটে দারুণ অবস্থায় থেকে লাঞ্চ বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। লাঞ্চ থেকে ফিরেও চলতে থাকে তার দাপট। দল ছাড়িয়ে যায় চারশো। টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা ইনিংসটা তিন অঙ্কের দিকে নিয়ে যাওয়ার কাছে গেলেও আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। তার পঞ্চম শিকারে থামেন মহারাজ। টেস্টে তাইজুলের এটি দশম পাঁচ উইকেট।

তাইজুলের বলে সুইপ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন ৮৪ রান করা মহারাজ। ওয়ানডে মেজাজে এই রান এসেছে ৯৫ বলে। ৯ চারের সঙ্গে তিনি মেরেছেন ৩ ছক্কা। মহারাজের বিদায়ে ৪১৮ রানে পঞ্চম উইকেত হারায় স্বাগতিকরা।

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন দারুণ বল করা তাইজুল দ্বিতীয় দিনে ছিলেন বেশ খরুচে। তবে লাঞ্চের ঠিক আগে ভিয়ান মুল্ডারকে থামিয়ে চতুর্থ শিকার ধরেন তিনি। লাঞ্চের পর নিজেকে সামলে ধারাবাহিকতা আনতে চেষ্টা চালান। যার ফল মিলে কিছুটা দেরিতে।

টেস্টে তাইজুলের এটি দশম ৫ উইকেট। দেশের বাইরে তৃতীয়। এবার দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানে দলের সমন্বয়ের কারণে একাদশে জায়গা হয়নি তার। স্পিন সহায়ক উইকেটে তার না থাকা নিয়ে হয়েছিল সমালোচনা। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের আগে তাসকিন আহমেদ ছিটকে যাওয়ায় বাড়তি ব্যাটসম্যান রেখেও একাদশে ঠাঁই হয়ে যায় এই বাঁহাতি স্পিনারের।

একাদশে জায়গা পেয়েই মূল বোলারের ভূমিকা নিলেন তিনি।

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

9h ago