দারুণ বল করেও তাইজুলের আক্ষেপ

Taijul Islam
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রথম টেস্টে একাদশে তার না থাকা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাসকিন আহমেদ চোটে ছিটকে যাওয়ায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাজটা হয়ে যায় সহজ। বাড়তি ব্যাটসম্যান রেখেও তাইজুল ইসলামকে ফেরানো গেছে একাদশে। একটু সহায়ক কন্ডিশন পেলে তিনি কতটা কার্যকর দেখিয়েছেন পোর্ট এলিজাবেথে। তবে দিনশেষে একটু আক্ষেপ থাকছে এই বাঁহাতি স্পিনারের।

শুক্রবার পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে স্বাগতিকরা তুলেছে ২৭৮ রান, বাংলাদেশও তুলে নিয়েছে ২ উইকেট। বিশেষ করে শেষ বিকেলের দুই উইকেট খেলাতেই ফিরিয়ে এনেছে মুমিনুল হকের দলকে।

তবে দিনের খেলা শেষে তাইজুল জানালেন প্রতিপক্ষ তাদের প্রত্যাশা থেকে একটু বেশিই রান নিয়ে ফেলেছে,  'উইকেটে প্রথম এক ঘণ্টার মতো সহায়তা ছিল। কিন্তু আস্তে আস্তে অনেক ফ্ল্যাট হয়ে যায়। আমরা যদি আরও একটু কমে তাদেরকে রাখতে পারতাম, হয়তো বা তাদের আরও একটু চাপটা বেশি হতো। চাপটা যদি বেশি হতো, তাহলে আরও দু-একটা উইকেট পড়ার চান্স ছিল। আমার মনে হয় একটু ইয়ে হয়ে গেছে আর কী… সামান্য কিছু।'

বাংলাদেশের নেওয়া ৫ উইকেটের তিনটাই নিয়েছেন তাইজুল। পুরো দিনে সর্বোচ্চ ৩২ ওভার বল করে দিয়েছেন কেবল ৭৭ রান। জানালেন উইকেট অনুযায়ী বাড়তি কিছুর চেষ্টা করেননি তিনি,  'আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ দেখা যাচ্ছে, একটু স্টাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যায়। জায়গা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।'

টস জিতে ব্যাট করতে নেমে এক পর্যায়ে প্রায় ওয়ানডে গতিতে রান আনছিল প্রোটিয়ারা। তাইজুল বল করতে এসে সেই লাগাম আগে টেনে ধরের চেষ্টা করেছেন, 'ভালো খেয়াল করলে দেখবেন, লাঞ্চের আগে আমি ৫ ওভার করেছি। তখন আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। কারণ ওই সময় ওদের রানরেট একটু বেশি ছিল। আমার পরিকল্পনা ছিল, রানরেট যদি একটু কমিয়ে আনতে পারি, তাহলে আমি গতি বৈচিত্র্যের দিকে যাব। চেষ্টা করেছি লাঞ্চের আগে যতটা রান কম দেওয়া যায়। পরে এসে চেষ্টা করেছি রান কমের মধ্যে যদি উইকেট পাওয়া যায়।'

ম্যাচ যত গড়াবে তাইজুলের গুরুত্ব বেড়ে যাবে আরও। সাম্প্রতিক রেকর্ড বলে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে স্পিনাররা হয়ে উঠেন ম্যাচ নির্ধারক।

Comments

The Daily Star  | English
Banks to appreciate taka against US dollar

Taka weakens against US dollar again

The inter-bank exchange rate hit Tk 122.78 per US dollar today

59m ago