পোর্ট এলিজাবেথে বাংলাদেশের বিপত্তির কারণ হতে পারে যা

Bangladesh cricket team
ফাইল ছবি- বিসিবি

ডারবান টেস্টে ভরাডুবির পর বাংলাদেশ দলের জন্য অপেক্ষায় প্রোটিয়াদের সবচেয়ে প্রাচীন ভেন্যু পোর্ট এলিজাবেথ। এই মাঠে আগে খেলার অভিজ্ঞতা না থাকা মুমিনুল হকদের একটি বিষয় নিয়ে সতর্ক করলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ডোনাল্ডের অনেক সাফল্যের স্মৃতি আছে। ৭ ম্যাচে তিনি এখানে নিয়েছেন ৪০ উইকেট। মাঠের সমস্ত সুবিধা-অসুবিধা তাই তার নখদর্পণে। তার মতে এই মাঠে সবচেয়ে যে বিষয়টি বাংলাদেশের ক্রিকেটারদের  বিপাকে ফেলতে পারে তা হলো এখানকার প্রবল বাতাস।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরের শহরের বাতাসের ধরণ একটু ভিন্ন। বুধবার দলের অনুশীলন শেষে ডোনাল্ড জানালেন, বিচিত্র ধরণের বাতাসে না মানালে ভুগতে হবে বোলারদের,  'আপনাকে পোর্ট এলিজাবেথের তীব্র বাতাসের সঙ্গে লড়াই করতে হবে। এখানে ১২টার দিকে আসে ২টা পর্যন্ত প্রবল বাতাস থাকে।  বিকেলের দিকে ৪০-৪৫ কিমি গতিতে স্কোরবোর্ডের দিক থেকে বাতাস আসে। বোলার হিসেবে আপনার মনে হবে আপনি বাতাসের অনুকূলে আছেন, হঠাৎই আবার তা আপনার বিপক্ষে চলে যাবে। এই মাঠ বাতাসের সুড়ঙ্গের মতো। বাতাস ঘুরতেই থাকে। বাতাসের সঙ্গে লড়াই করে বল করার কঠিন কাজটা একজনকে করতে হবে।'

বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও সমস্যা করতে পারে এই মাঠের বাতাস। বিশেষ করে উঁচু ও বাঁক খাওয়ানো ক্যাচগুলো হাতে জমাতে হলে দরকার বিশেষ দক্ষতার,  'আমাদের ফিল্ডিং নিয়ে কথা বলার আছে। উঁচু ক্যাচগুলোর জন্য দ্রুত ঠিক জায়গায় যেতে হবে। উঁচু ক্যাচগুলো ধরা এখানে আসল দক্ষতার ব্যাপার। আমাদের উঁচু ক্যাচ, বাঁক খাওয়ানো ক্যাচের অনেক অনুশীলন করতে হবে। কোন দিক থেকে বাসাত আসছে জানতে হবে।'

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Comments

The Daily Star  | English

Unpacking the proposed reforms to our revenue system

The primary logic behind the separation of revenue tasks at issue is to inject an element of operational independence into the proposed bodies.

8h ago