প্রথম টেস্টের পর দেশে ফিরছেন তাসকিন-শরিফুল
চোটের কারণে ডারবানে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল ইসলাম। আরেক পেসার তাসকিন আহমেদ বোলিং চালিয়ে গেলেও চোট পেয়েছেন ম্যাচের মাঝে। তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই প্রথম টেস্টের পর এই দুজনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
রোববার গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাসকিন ও শরিফুল আগামী ৫ এপ্রিল দেশে ফিরে আসবেন।
তরুণ বাঁহাতি পেসার শরিফুলের বড় কোনো সমস্যা না থাকলেও ছোটখাটো কিছু চোট আছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস চলাকালে কাঁধে চোট পেয়েছেন ডানহাতি তাসকিন। ফলে টেস্টের তৃতীয় দিনের শেষ বিকালে বল করতে পারেননি তিনি। চতুর্থ দিনের সকালেও অধিকাংশ সময়ে তাকে দেখা যায়নি বল হাতে।
এরপর চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন তাসকিন। রিভিউ নিয়ে ১০২ বলে ৬৪ রানের ইনিংস খেলা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে পাঠান তিনি। কিন্তু পাঁচ ওভার করেই ব্যথা পাওয়া ডান কাঁধ ধরে মাঠ থেকে বেরিয়ে যান। পরে আবার ফিরে এসে চা বিরতির আগে দুই ওভার বল করেন তিনি।
তাসকিন ও শরিফুলের চোট নিয়ে মিনহাজুল বলেছেন, 'এই টেস্ট ম্যাচের পর তাসকিন ও শরিফুল দেশে ফিরে আসবে। তাদের শারীরিক পরিস্থিতি কেমন সেটা আমরা তারা ফেরার পর পর্যবেক্ষণ করব। তাসকিন কীভাবে চোট পেয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।'
ডারবান টেস্টের টাইগারদের একাদশে তাসকিনের সঙ্গে খেলছেন আরও দুই পেসার ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া, স্কোয়াডে আছেন আরও দুই ফাস্ট বোলার আবু জায়েদ রাহী ও শহিদুল ইসলাম। তাই পেস আক্রমণ নিয়ে নির্ভার থাকছে বাংলাদেশ দল।
প্রধান নির্বাচক মিনহাজুল যোগ করেছেন, '(তাসকিন ও শরিফুল ছাড়াও) স্কোয়াডে আরও চার পেসার রয়েছে। তাই আমাদের সবদিক ঠিকঠাক আছে।'
আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।
Comments