ডারবানে কোন সমন্বয় নিয়ে নামবে বাংলাদেশ?
সাকিব আল হাসান না থাকলেই প্রশ্নটা উঠে। টেস্টে সাকিব নিয়মিতই থাকেন না বলে প্রশ্নটাও খানিকটা ক্লিশে। একাদশে একজন বাড়তি ব্যাটসম্যান নাকি বাড়তি বোলার খেলাবে বাংলাদেশ? সাকিব থাকলে দুই ভূমিকাতেই ভরসা হতে পারতেন। নেই বলে যেকোনো এক কূল রক্ষার দিয়ে হাঁটতে হবে মুমিনুল হককে।
কিংসমিডের উইকেট দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মন্থর গতির। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় প্রোটিয়াদের ভিত নাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার ঘাসে ভরা পেস বান্ধব উইকেটই প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
সেখানে অবশ্যই পেসারদেরই নিতে হবে বড় ভূমিকা। একাদশে অন্তত তিন পেসার না থাকা হবে বিস্ময়কর। অনুমিতভাবেই তাই থাকছেন ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হওয়ার
শরিফুল ইসলামের সঙ্গে লড়াইয়ে আবু জায়েদ রাহি। কিন্তু ওয়ানডে সিরিজের পারফরম্যান্স এগিয়ে দিচ্ছি শরিফুলকেই। নিউজিল্যান্ডে সর্বশেষ টেস্ট সিরিজেও ভাল করেছিলেন তিনি।
অফ স্পিনে ভরসা মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে তার ব্যাটিংটাও দলের জন্য মহাগুরুত্বপূর্ণ। এই চারজন বোলারের বাইরে বিশেষজ্ঞ আর কোন বোলার রাখা হবে কিনা তা নিয়েই যত কৌতূহল। গত কয়েকটি টেস্টের ছবি বলছে বাড়তি বোলারের বদলে সাত নম্বরে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর নিরাপদ পথেই হাঁটে বাংলাদেশ।
সেক্ষেত্রে বোলার নয় বাড়তি ব্যাটসম্যান হিসেবে একাদশে সম্ভাবনা বেশি ইয়াসির আলি চৌধুরী রাব্বির। যদিও বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বরাবরের মতো সিদ্ধান্তটা জানাতে দ্বিধা করলেন মুমিনুল, 'কম্বিনেশনটা এখনও সিদ্ধান্ত হয়নি। কাল উইকেট দেখে সিদ্ধান্ত নেব। কারণ কন্ডিশনের বিষয়টা অনেক ভিন্নতা থাকে।'
বাংলাদেশ একাদশে বাকি কোন জায়গা নেই আসলে সংশয় নেই। তিন সিরিজ পর তামিম ইকবাল টেস্টে ফেরায় শুরুটা করবেন তিনিই। নিউজিল্যান্ডে ভালো খেলায় তার সঙ্গী নিয়েও দ্বিধা নেই। তামিমের সঙ্গে ওপেন করবেন মাহমুদুল হাসান জয়। এরপর একে একে নামবেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল, মুশফিকুর রহিম, লিটন দাস।
বিশেষজ্ঞ একজন বোলারের ঘাটতি পূরণে শান্তকেও তৈরি রাখছে বাংলাদেশ। গত দুদিনের অনুশীলনে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বোলিং নিয়ে কাজ করেছেন শান্ত। তিনি নিজেও জানিয়েছেন তার অফ স্পিন দলের প্রয়োজনে কাজে লাগাতে চান। প্রয়োজনে বল হাতে নিতে পারেন মুমিনুলও।
সবচেয়ে বড় কথা নিউজিল্যান্ডে চার পেসার নিয়ে জয় পাওয়ার পর এই সমন্বয়েই আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ।
ডারবানে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে প্রথম টেস্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।
Comments