তাসকিনকে মাটিতে পা রেখে সঠিক কাজ করে যাওয়ার পরামর্শ মাশরাফির
একই মুদ্রার দুটি পিঠই খুব ভালো করেই দেখেছেন তাসকিন আহমেদ। শুরুর মতো আবার সেই চেনা ছন্দে। ফলে চারদিকে এখন চলছে তাসকিন বন্দনা। অথচ কয়েক বছর আগেও বাজে পারফরম্যান্সের জন্য তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি।
তবে প্রশ্ন এখন আবার হারিয়ে যাবেন না তো তাসকিন?
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা করেছিলেন দুর্দান্তভাবেই। অভিষেক ম্যাচেই ভারতের মতো দলের বিপক্ষে পেয়েছেন ফাইফার। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফম্যান্সে ছিল তার দারুণ অবদান। এখনও সেই ম্যাশকিন উদযাপন নিয়ে কতো আলোচনাই হয়।
কিন্তু মাঝে ধীরে ধীরে যেন নিজেকে হারিয়ে ফেলতে শুরু করেছিলেন তাসকিন। এক পর্যায়ে তো জাতীয় দল থেকে বাদ পড়ে যান। চলে নানা কাঁটাছেঁড়া। করোনাভাইরাস মহামারি চলাকালীন সময়ে নিজেকে ফিরিয়ে আনার সংগ্রামে নামেন। শেষ পর্যন্ত সফলও হয়েছেন দারুণভাবে।
দক্ষিণ আফ্রিকায় এবার প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। এমনকি প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচও জিতেছে এবারই। আর তার মূলনায়কই তাসকিন। শেষ ম্যাচে তো দক্ষিণ আফ্রিকাকে একাই ধসিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচ জয়েও তার ভূমিকা ছিল অনন্য।
নিজেকে ধরে রাখার জন্য মাটিতে পা রেখে সঠিক কাজটা করে যাওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি, 'ও যে কঠিন পরিশ্রম করেছে তার ফলাফল পেয়েছে। ও এখন ওর সেরা সময়ে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আছে, কারণ ও কীভাবে এখন নিজেকে নিয়ন্ত্রণ করবে। ও আসলে কিন্তু অন্যরকম পরিবেশ তৈরি হবে। মিডিয়া অর পিছনে থাকবে, মানুষজন থাকবে, এইসবকে নিয়ন্ত্রণ করতে হবে। মাটিতে পা রেখে সঠিক কাজ করে যাওয়া। এবং সেটা বারবার।'
নিজের কাজটা তাসকিন ঠিকঠাকভাবে করতে পারবেন বলেই আশাবাদী মাশরাফি, 'তার কাজ মাঠে বাইরে না এটা তাকে প্রতিনিয়ত বুঝতে হবে। তবে আমি নিশ্চিত ও করবে। এ পর্যায়ে থেকে... ক্যারিয়ারে শুরুতে কিন্তু ও পাঁচ উইকেট পেয়েও পেছনে পড়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এ অবস্থায় এসেছে। ও বুঝতে পেরেছে বলেই এ পর্যন্ত এসেছে এবং আশা করি ও এটা চালিয়ে যাবে।'
আর কেন তার কাজ করে যাওয়া গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক অধিনায়ক, 'যখন একটা খেলোয়াড় ভালো খেলবে না তখন আপনি ইতিবাচক হিসেবে নিবেন না। দর্শকরাও ইতিবাচক হিসেবে নেয় না, ক্রিকেট বোর্ড থেকেও নেয় না। টিম ম্যানেজমেন্টও। তাসকিনের ব্যাপারে দেখেন যেহেতু পারফর্ম করতে পারছিল না তখন অনেক বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা বাইরে থেকেও হয়েছে, ভেতর থেকেও হয়েছে।'
'আমি শুধু ওইটাই বলতে চেয়েছি, নিজের গুরুত্ব বোঝাটা খুব জরুরী। কেউ যখন বুঝতে পারে আমার কাজটা কী? আমার ভিশন কী? তখন সে বুঝতে পারে, দিন শেষে আমার খেলাটাই সব। খেলা ঠিক থাকলে, বাকি সব ঠিক থাকবে। আর খেলা ঠিক না থাকলে, যতো যাই করি না কেন কোনো কিছুই ঠিক থাকবে না। তাসকিন বুঝতে পেরেছে এটাই সবচেয়ে আনন্দের বিষয়।'- যোগ করেন মাশরাফি।
Comments