ওয়ানডে সিরিজ থেকে টেস্টে জয়ের আত্মবিশ্বাস টাইগারদের

ছবি: এএফপি

চলতি সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় টাইগারদের সাফল্য ছিল শূন্য। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ তো দূরের কথা কোনো সংস্করণে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। সেখানে এবার ওয়ানডে সিরিজ জিতে সফর করেছে দলটি। সে ধারায় এবার টেস্ট সিরিজও জিতে নেওয়ার প্রত্যয় ঝরে টাইগারদের কণ্ঠে।

মূলত ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মানসিকভাবেও বেশ উজ্জীবিত। টেস্টে তাই ভালো কিছু হবে বলে আশা করছেন দলের অন্যতম পেসার ইবাদত হোসেন, 'আসলে এ রকম একটা জয়ের পর ওয়ানডেতে আলহামদুলিল্লাহ সবাই এখন খুবই উজ্জীবিত এবং সবার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা টেস্ট ম্যাচ শুরু করতে চাই। এই টেস্ট ম্যাচে আমরা ভালো করবো।'

সাম্প্রতিক সময়ের নিজেদের উন্নতি হয়েছে বলেই দাবি করে এ পেসার, 'আপনি এখন যদি আমাদের ফাস্ট বোলারদের উন্নতি খেয়াল করেন, শেষ এক দেড় বছর ধরে তাসকিন-শরিফুল-মোস্তাফিজ সবাই আমরা খুব ভালো করার চেষ্টা করছি। শেষ সিরিজটায় দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা আসলে খুবই কঠিন ছিল। আমাদের ফাস্ট বোলার এবং ব্যাটসম্যান তামিম ভাই, সাকিব ভাই, লিটন খুব ব্যাটিং করেছেন, মুশফিক ভাইসহ সবাই, রিয়াদ ভাই।'

চলতি বছরটাই বেশ দারুণভাবে শুরু হয়েছে টাইগারদের। বছরের শুরুতেই ছিল নিউজিল্যান্ড সফর। যেখানে এর আগে কোনো জয়ই ছিল না টাইগারদের। সেখানে এবার মাউন্ট মঙ্গানুইতে টেস্ট ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। দলের আত্মবিশ্বাস বাড়ে তখন থেকেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের মতো টেস্টেও ভালো কিছু হবে বলে আশা করছেন ইবাদত।

সবমিলিয়ে টেস্ট সিরিজ জয়ই টাইগারদের লক্ষ্য বলে জানান এ পেসার, 'বছরের শুরুতে আমরা খুব ভালো শুরু করেছি মাউন্ট মঙ্গানুই টেস্ট দিয়ে। ওখান থেকে আমাদের সবার, পুরো দলের আবহ আত্মবিশ্বাস আসলে বেড়ে গেছে। আমরা সবাই চেষ্টা করছি। যেহেতু আমাদের এই বছরটা ভালো ভাবে শুরু করছি এবং এইভাবে এই আত্মবিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এই আত্মবিশ্বাস নিয়ে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি এই টেস্ট ম্যাচ যে সিরিজ আছে এটাও আমরা জিততে চাই।'

দক্ষিণ আফ্রিকায় বরাবরই কিছুটা সুবিধা পেয়ে থাকে পেসাররা। আর সাম্প্রতিক সময়ে পেসাররা ভালো করছেন বলে জানান তিনি। সে ধারায় বাংলাদেশের পেসাররাও সে সুবিধাটা আদায় করে নিতে পারবেন বলে বিশ্বাস করেন ইবাদত। এমনকি ম্যাচ জেতানোর আত্মবিশ্বাসও ঝরে এ পেসারের কণ্ঠে।

'দেখেন আমরা ফাস্ট বোলাররা সবাই উন্নতি করছি, আমি আগেও বলেছি। সবাই চেষ্টা করছি যে নিজে থেকে কীভাবে আমরা ফাস্ট বোলিং বিভাগটা আরও উন্নত করতে পারি। আমরা দেশের বাইরে এখন ভালো করছি। দেশের ভেতর আমরা ৩-৪ জন ফাস্ট বোলার খেলব, আমরা আশা করি। আমাদের এখন সবার যে আত্মবিশ্বাসের পর্যায় আছে এটা খুবই ভালো উন্নতি করছে এবং আমরা দেশে ও দেশের বাইরে সবাই মিলে জেতাব।' -বলেন ইবাদত।

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

2h ago