১৫৫ রান নয়, সতীর্থদের তামিম বলেছিলেন লক্ষ্যটা ২৮০
তাসকিন আহমেদের তোপে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গিয়েছিল ১৫৪ রানেই। ১৫৫ রানের লক্ষ্যটা ছিল বেশ সহজ। তবে সহজ লক্ষ্য অনেক সময় হয়ে যায় কঠিন। অধিনায়ক তামিম ইকবালের মাথায় ছিল সেটা। ব্যাট করতে নামার আগে তাই সবাইকে তিনি বার্তা দিয়েছিলেন ভিন্নভাবে।
সহজ লক্ষ্য এদিন আরও সহজ হয়ে যায় তামিম-লিটন দাসের ব্যাটে। বুধবার সেঞ্চুরিয়নে যে উইকেটে ভুগেছেন প্রোটিয়া ব্যাটাররা, বাংলাদেশের ওপেনাররা সেখানেই ফুটালেন ফুল।
উদ্বোধনী জুটিতেই চলে আসে ১২৭ রান। জয়ের একদম কিনারে এসে লিটন ৪৮ করে ফিরলেও তামিম ৮২ বলে ৮৭ করে অপরাজিত থেকে যান। ১৪৭ বল আগেই খেলা জিতে যায় বাংলাদেশ।
ম্যাচ শেষে তামিম জানালেন প্রতিপক্ষকে ১৫৪ রানে আটকে দিয়ে তারা রিলাক্স হননি একদম। বরং ফল আনতে নিজেদের ভাবনাকে রেখেছিলেন ভিন্ন ফ্রেমে, 'আমি জানি না আপনারা দেখতে পেরেছেন কি পারেননি। কিন্তু বোলিং ইনিংস শেষ করে আমরা মাঠেই গোল করে কথা বলেছিলাম। আমার বার্তা ছিল এটাই যে ১৫৪ বা ১৫৫ রানের ইনিংস হিসেবে না। আমরা যেন চিন্তা করি ২৭০-২৮০ তাড়া করছি।'
'ছোট লক্ষ্য অনেক সময় ট্রিকি হয়ে যায় মাঝেমাঝে। যদি আর্লি ২-৩ উইকেট পেয়ে যায় তখন বিপদ এসে যায়। আমাদের মাইন্ডসেটই ছিল ১৫০ তাড়া করছি এরকম চিন্তা না করে স্বাভাবিক ব্যাট করছি এবং যতটা সম্ভব আগ্রাসী হতে পারি।'
Comments