তৃতীয় ওয়ানডে খেলে দেশে ফিরছেন সাকিব

Shakib al hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

মা, শাশুড়ি ও সন্তান মিলিয়ে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তারপরও মানসিক সংকট আড়াল করে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে তৃতীয় ও শেষ ওয়ানডের পর পরিবারের পাশে থাকতে দেশে ফিরছেন এই তারকা অলরাউন্ডার। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না করলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়বেন তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ খেলে দেশের পথে যাত্রা করবেন সাকিব।

সাকিবের দেশে ফেরার প্রসঙ্গে জালাল বলেছেন, 'আগামীকাল সাকিব দেশের উদ্দেশে বিমানে চড়বে। সে হয়তো দ্বিতীয় টেস্টের আগে আবার দলের সঙ্গে যোগ দিতে পারে। তবে সব কিছু নির্ভর করছে তার পরিবারের সদস্যদের শারীরিক পরিস্থিতির ওপর।'

আগামী ৩১ মার্চ ডারবানে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ওই ম্যাচে সাকিবের না খেলা একরকম নিশ্চিত। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ৮ এপ্রিল। তার আগে সাকিব দক্ষিণ আফ্রিকায় ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার ভিত্তিতে আসবে সিদ্ধান্ত। আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ভার সাকিবের ওপরই ছেড়ে দিয়েছে বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেছেন, বিমানের টিকিটসহ সাকিবের ফেরার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছেন তারা, 'আগামীকাল সাকিবের দেশে ফেরার যাবতীয় বন্দোবস্ত করা আছে আমাদের।'

পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় গত সোমবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। রাতেই তার টিকিট বুক করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে থেকে যান তিনি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সেসময় জানিয়েছিলেন, তৃতীয় ওয়ানডের পর পরিস্থিতি বুঝে নেওয়া হবে সিদ্ধান্ত।

সাকিবের মা শিরিন আক্তার কয়েকদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছেন। তাকে ভর্তি করা হয়েছে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন তার একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝ মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসানও ভুগছেন ঠাণ্ডাজনিত জ্বরে। সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। তিনি চিকিৎসাধীন আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন আগের দিন মঙ্গলবার জানান, সংকটে থাকলেও নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দিচ্ছেন না সাকিব, 'সে খুব ভালো আছে। নিশ্চিতভাবে ওর মনের মধ্যে কিছু একটা আছে। আমরা সবাই বুঝতে পারি। কিন্তু ও সেটা কারও সামনে প্রকাশ করছে না। খুব ইতিবাচক আছে।'

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

Bangladesh Sammilita Sanatani Jagaran Jote denies involvement

1h ago