‘আবুল মনসুর আহমদ তার লেখার মাধ্যমে সমাজের রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন’
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের সাহিত্যকর্ম নিয়ে চট্টগ্রামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, আবুল মনসুর আহমদের সাহিত্য আমাদের হাসায় আবার পরক্ষণেই সমাজের নিপীড়নমূলক ব্যবস্থা নিয়ে ভাবতে বাধ্য করে।
আজ মঙ্গলবার চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) 'আবুল মনসুর আহমদের রম্যসাহিত্য এবং সমাজ বাস্তবতা' শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, আবুল মনসুর আহমদ তার ব্যঙ্গাত্মক লেখার মাধ্যমে সমাজের রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন। তার রম্য রচনা পড়ে আমরা যদিও হেসে উঠি কিন্তু পরের মুহূর্তে আমাদেরকে সমাজের নিষ্ঠুর বাস্তবতার দিকে ফিরে তাকাতে বাধ্য করে।'
ড. মোহীত বলেন, আবুল মনসুর আহমদ একাধারে একজন সৃজনশীল লেখক, একজন আইনজ্ঞ এবং রাজনীতিবিদ ছিলেন। তার রাজনৈতিক চিন্তাভাবনা ছিল ভবিষ্যদ্বাণীমূলক।
সিআইইউ-এর সহকারী অধ্যাপক কাজী সাইফুল আচফিয়া বলেন, আবুল মনসুর আহমদের লেখায় সমাজের সাধারণ মানুষের অত্যাচার ও বঞ্চনার চিত্র ফুটে উঠেছে।
তিনি বলেন, আমরা সাধারণত ব্যঙ্গাত্মক লেখা পড়ে হাসি, কিন্তু আবুল মনসুর আহমদের রম্য সাহিত্য আমাদের যেমন হাসায়, তেমনি আবার সমাজের নিপীড়নমূলক ব্যবস্থা নিয়ে ভাবতে বাধ্য করে; আমাদের ঘুমাতে দেয় না।
সূচনা বক্তব্যে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ইমরান মাহফুজ বলেন, আবুল মনসুর আহমদ একটি আত্মপরিচয়ে দ্বিধাগ্রস্ত জনগোষ্ঠীকে পথ দেখিয়েছেন।
'আমরা যদি জাতি হিসেবে আমাদের নিজস্ব পরিচয় বুঝতে চাই, তবে আমাদের আবুল মনসুর আহমদের লেখা পড়তে হবে,' তিনি বলেন, 'তাই আবুল মনসুর আহমদ ১২৪ বছর পরেও প্রাসঙ্গিক।'
সেমিনারে সভাপতিত্ব করেন সিআইইউ-এর ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোস্তাইন বিল্লাহ।
Comments