‘আমি কি পিচ কিউরেটর নাকি’, উইকেট নিয়ে লিটন

Liton Das
লিটন দাস

প্রথম ম্যাচের উইকেট ছিল বেশ ভালো, পরের ম্যাচে অসমান বাউন্সে ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের। শেষ ম্যাচদের উইকেট কেমন হবে? উইকেট নিয়ে জানতে চাইতেই লিটন দাসের কৌতুকমাখা জবাব, আমি কি পিচ কিউরেটর নাকি?

বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচের উইকেট নিশ্চিতভাবেই সবার আগ্রহে। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে উইকেট দেখে ফেরার পর সাংবাদিকদের সামনে পড়েন ওপেনার লিটন।

উইকেট নিয়ে তার মতামত জানতে চাইলে এক কথায় সারতে চাইলেন লিটন,  'ভালো উইকেট মনে হয়েছে'। আরেকটু বিশদ ব্যাখ্যার আবদার পাওয়ার পর লিটনের কৌতুকমাখা জবাব, 'আমি কি পিচ ইয়ে (কিউরেটর) নাকি...ভালো আমার কাছে ভালো মনে হয়েছে।'

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৩১৪ রান করেছিল বাংলাদেশ। জোহানেসবার্গে পরের ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে টেনেটুনে করতে পারে ১৯৪ রান। দুই ম্যাচের ফলও হয়েছে ভিন্নরকম। সিরিজ কাভার করতে যাওয়া এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, প্রথম ম্যাচে বাংলাদেশ মোটামুটি ভালোই করেছিল ব্যাটিংয়ে, শেষ ম্যাচেও সেটা ফেরানো যাবে কিনা? প্রশ্ন শুনে কিছুটা অনুযোগের সুরেই জবাব এলো লিটনের মুখ থেকে,  'প্রথমত মোটামুটি আমরা করিনি। আমরা খুব ভাল ক্রিকেটই খেলেছি। খারাপের সময় খারাপটা বলবেন আর ভালোর সময় মোটামুটি! (হাসি)। মোটামুটি না আমরা ভাল ক্রিকেট খেলেছি। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার জন্য।'

জোহানেসবার্গে ৩৪ রানেই পড়েছিল ৫ উইকেট। সেই ধসের কারণ হিসেবে অসমান বাউন্সে দাঁড় করিয়েছে বাংলাদেশ। লিটন জানান, উইকেটের আচরণ এমন না হলে শেষ ম্যাচে তারা টেনে আনবেন প্রথম ম্যাচের সাফল্য,  'আগের ম্যাচে কেন ধস নেমেছে আপনারাও জানেন। চেষ্টা করব উইকেট যদি ভালো বিহেভ করে আমাদের যে শক্তিটা আছে প্রথম ম্যাচে যেমন করেছি সেটা মেন্টেন করার।'

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

The deceased, 32-year-old Saiful Islam, is a member of Chattogram District Bar Association

1h ago