সিরিজ জিতে বড় দলগুলোকে ‘চিন্তায়’ ফেলতে চান মিরাজরা

Bangladesh cricket team
ছবি- টুইটার

ওয়ানডে সংস্করণে ঘরের মাঠে নিয়মিতই সিরিজ জেতে বাংলাদেশ। বড় বড় দলগুলোর বিপক্ষেও আছে অনেক স্মরণীয় সাফল্য। তবে ঘরের বাইরে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষ ছাড়া আসেনি সিরিজ জয়। এবার দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষকে তাদের মাঠে সিরিজে হারাতে পারলে বাংলাদেশের একধাপ অগ্রগতি দেখছেন মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার জানান, এমনটা করতে পারলে তারা ভাবাতে পারবেন বড় সব দলকেই।

এর আগে প্রোটিয়াদের একবার ওয়ানডেতে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ, ২০১৫ সালে সেই সিরিজটি ছিল বাংলাদেশে। কিন্তু খেলা যখন দক্ষিণ আফ্রিকায়, ফল বরাবরই ছিল একপেশে। এবারে সেঞ্চুরিয়নে জয়ের আগে সেদেশে কোন সংস্করণেই ছিল না বাংলাদেশের কোন জয়।

প্রথম জয় আসার পর এবার কঠিন সেই কন্ডিশনে প্রথম সিরিজ জয়েরও হাতছানি। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জেতার পর জোহানসবার্গে হারতে হয়েছে বড় ব্যবধানে। ফের সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ। মিরাজ জানালেন দেশের ক্রিকেটকে এক ধাপ উপরে নেওয়ার সামনে আছেন তারা,   'আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলছি, অনেক বছর ধরেই। দেশে অনেক বড় দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি। দেশের বাইরে সিরিজ জেতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। এরকম একটা কন্ডিশনে যদি আমরা সিরিজ জিততে পারি, তাহলে আমাদের দলের অবস্থা অনেক ওপরে যাবে। অনেক বড় দল তখন আমাদের নিয়ে চিন্তা করবে।'

এমন মঞ্চে অবশ্য নিজেদের উপর চাপ বাড়াতে রাজী নন তিনি। বরং থাকতে চান ফুরফুরে মেজাজে। প্রক্রিয়া অনুসরণ করে জেতার সর্বোচ্চ চেষ্টা থাকবে বাংলাদেশের,  'একজন ক্রিকেটার অনেক আত্মবিশ্বাসী থাকে, যখন দেশের বাইরে গিয়ে সিরিজ জিতে আসে। এটার অনুভূতি অন্য পর্যায়ের। আমরা ওইটাই করব, ভালো ক্রিকেট খেলব। ফলাফল কিন্তু আমাদের হাতে নেই। আমরা প্রক্রিয়া অনুযায়ী খেলতে পারি। আমরা যদি এখনই ফল নিয়ে চিন্তা করি যে সিরিজ জিতব বা কী হবে না হবে, তাহলে আমাদের জন্য কঠিন হবে। আমরা যেটা করতে পারি, মাঠে ভালো ক্রিকেট খেলতে পারি, বোলাররা ভালো বল করতে পারি, ব্যাটসম্যানরা রান করতে পারি। দিনশেষে আমাদের পক্ষে থাকলে, সবাই ভালো ক্রিকেট খেললে, ম্যাচটা জিততে পারি। জিততেই হবে এরকম নয়। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে এবং আমাদের শক্তি অনুযায়ী যেন করতে পারি।'

মিরাজ মতে, ম্যাচ জেতার প্রথম শর্ত আগে ব্যাট করলে স্কোর বোর্ডে যথেষ্ট রান। প্রথম ম্যাচে যেমন ৩১৪ রানের পুঁজি থাকায় বোলারদের জন্য কাজটা হয় সহজ। পরের ম্যাচে ১৯৪ রানের পুঁজি নিয়ে জমেনি লড়াই। সিরিজ ফায়সালার ম্যাচে তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের নিতে হবে বড় দায়িত্ব।

বুধবার বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে তেমনটা হয় কিনা দেখার অপেক্ষা।  

Comments

The Daily Star  | English

Arrest of Nusraat Faria 'mockery' of judicial process: NCP

Demands visible progress into the trial of the July killings by next July

1h ago