এখনই আইপিএলের দুয়ার বন্ধ হচ্ছে না তাসকিনের!

Taskin Ahmed
ছবি: বিসিবি

হুট করেই সুযোগটা মিলেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস চেয়েছিল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। যদিও বিসিবির চাওয়ায় আইপিএলকে না বলে দিতে হয় এ পেসারকে। তবে তারপরও সুযোগ থাকছে। এখনই এ লিগের দুয়ার বন্ধ হচ্ছে না তাসকিনের জন্য!

মূল বিষয়টি নির্ভর করছে লখনউর উপর। যদি তারা দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। যদিও ভারতীয় গণমাধ্যমের সংবাদ অবশ্য ভিন্ন। এরমধ্যেই জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলভুক্ত করেছে বলে সংবাদ প্রকাশ হয়েছে দেশটির গণমাধ্যমে।

বর্তমানে ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় আছেন তাসকিন। টেস্ট সিরিজের স্কোয়াডেও আছেন তিনি। দেশ ছাড়ার আগেই তাসকিনকে রেখেই দল ঘোষণা করেছিল বিসিবি। তাদের পরিকল্পনার অন্যতম অংশ এ পেসার। তাই হুট করে তাকে ছেড়ে দিতে চায় না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই সাম্প্রতিক সময়ে যে ছন্দে আছেন তাসকিন, তাতে সে সিরিজেরও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দলে থাকবেন। তবে চাইলে সে সিরিজে তাকে আইপিএল খেলার জন্য তাসকিনকে সুযোগ করে দিতে পারে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, 'তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তবে একটি সিরিজের মধ্যে নয়। ওর সঙ্গে যেটা কথা, এই সিরিজের পরে ও যেতে পারে। এমনকি এই সিরিজের পরে যে শ্রীলংকা সিরিজটা আছে, ওটাতেও আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটি চলমান সিরিজের মাঝপথে কাউকে ছাড়ার সুযোগই নেই।'

মূলত লখনউর ইংলিশ পেসার মার্ক উড ইনজুরিতে পড়ায় প্রথমবারের মতো আইপিএলের বড় মঞ্চে খেলার সুযোগ মিলেছিল তাসকিনের। তবে দেশের জন্য এ সুযোগটা হারাতে হচ্ছে তাকে। তবে লখনউ যদি কোনো পেসারকে অন্তর্ভুক্ত না করে তাহলে সুযোগটা পেয়েও যেতে পারেন এ পেসার।  

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

Bangladesh Sammilita Sanatani Jagaran Jote denies involvement

1h ago