আমরা সিরিজ জিততে পারি: তামিম

Tamim Iqbal
ফাইল ছবি

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পাওয়ায় আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে বাংলাদেশ দল। অধিনায়ক তামিম ইকবাল জানালেন, শক্তিশালী প্রতিপক্ষের মাটিতে সিরিজ জেতার ভাবনাও খেলা করছে তাদের মনে।

শুক্রবার সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩৮ রানে জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এটাই টাইগারদের প্রথম জয়। এর আগে সব সংস্করণ মিলিয়ে সেখানে ১৯ ম্যাচ খেলে কেবল হারের মুখই দেখেছিল সফরকারীরা।

সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান, লিটন দাস ও ইয়াসির আলী রাব্বির হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান তোলে বাংলাদেশ। জবাবে রাসি ভ্যান ডার ডাসেন ও ডেভিড মিলারের লড়াই সত্ত্বেও প্রোটিয়ারা ৪৮.৫ ওভারে অলআউট হয় ২৭৬ রানে। তাদেরকে গুটিয়ে দিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ম্যাচের পর বাংলাদেশ দলনেতা ও তারকা ওপেনার তামিমের কণ্ঠে শোনা গেছে সিরিজ জেতার প্রত্যাশার কথা, 'আমরা সিরিজ জিততে পারি। সিরিজ জেতার সুযোগ আমাদের সামনে আছে। আজ এই জয় আমরা উদযাপন করতে পারি। কিন্তু কাল (শনিবার) থেকে আমাদের মনোযোগ দিতে হবে পরের ম্যাচে।'

আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করার সুযোগ রয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের সামনে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

Comments

The Daily Star  | English

Debates over leasing NCT to foreign operator intensifying

The debate over whether to lease out the New Mooring Container Terminal (NCT) at Chittagong Port to a foreign operator is intensifying, with political parties, including the BNP, Jamaat-e-Islami, and left-leaning groups, uniting in opposition.

9h ago