‘মিরাজের মতো চরিত্র প্রতি দলেই দরকার’
বল করতে এসে শুরুতে একদম সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তার বল থেকে বেরিয়ে যায় অনেকগুলো রান। কিন্তু পরে নিজে থেকেই আবার বল চেয়ে নেন। শেষ দিকের উইকেটগুলো পান তিনি। অধিনায়ক তামিম ইকবাল বলছেন, মিরাজের মতো এমন চরিত্র সব দলেই দরকার।
দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবার হারাতে বাংলাদেশের হয়ে অনেকেই রাখেন অবদান। সব মিলিয়ে ৬১ রানে তিনি নেন ৪ উইকেট। তবে প্রথম ৪ ওভারে ৩৮ রান বিলিয়ে উইকেট শূন্য ছিলেন মিরাজ।
স্লগ ওভারে এদিন মিরাজের ব্যাট থেকেও আসে ১৩ বলে ১৯ রানের ইনিংস। অধিনায়ক তামিমের তাই প্রশংসায় ভাসান এই অলরাউন্ডারকে, 'সব দলেই মিরাজের মতো একজন থাকা দরকার। ৪ ওভারে ৩৮ রান দেওয়ার পরও সে এসে আমাকে বলে, আমাকে বল দেন, ম্যাচ ঘুরিয়ে দেব।' সব সময় হয়তো এটা কাজে লাগবে না, কিন্তু ওর যে আত্মবিশ্বাস ছিল, সেটা আমার ভালো লেগেছে।'
'আমার চোখে, আজকের ম্যাচের সেরা মিরাজ।'
যদিও মিরাজ শেষের স্পেল করতে আসার আগে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদ ফিরিয়ে দেন থিতু রাসি ফন ডার ডুসেনকে। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে এই পেসারই বোলিংয়ে রাখেন মূল ভূমিকা।
এদিন আগে ব্যাট করে লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলির তিন ফিফটিতে বাংলাদেশ করে ৩১৪। প্রোটিয়াদের থামতে হয় ২৭৬ রানে।
Comments