জাপানের আধা জরুরি অবস্থা উঠে যাচ্ছে ২১ মার্চ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় জাপানের রাজধানী টোকিওসহ দেশটির ১৮টি প্রিফেকচারে চলমান আধা জরুরি অবস্থা ২১ মার্চ তুলে নেওয়া হবে।

করোনা মোকাবিলায় ড. শিগেরু ওমির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদনক্রমে দেশটির সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

টোকিও ছাড়া অন্যান্য প্রিফেকচারের মধ্যে আছে ওসাকা, অকিনাওয়া, হোক্কাইডো, আইচি, হিয়োগো।

এর আগে গত বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে প্রিফেকচারগুলোতে চলমান আধা জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে গতকাল ড. ওমির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ প্যানেল ১৮টি প্রিফেকচারের স্বাস্থ্য ব্যবস্থা পর্যালোচনায় সন্তুষ্টি প্রকাশ করে আধা জরুরি অবস্থা তুলে নিতে সরকারের প্রস্তাবনায় সম্মতি দেন।

তবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বিশেষজ্ঞ প্যানেল।

এক সংবাদ সম্মেলনে দেশটিতে করোনাভাইরাস ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কিকাওয়াদা হিতোশি বলেন, 'সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের জীবন রক্ষা করা। তাই, বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী নাগরিকদের চিকিৎসা সেবার বিধান বজায় রেখে ধাপে ধাপে সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধারের প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ।'

উল্লেখ্য করোনা মোকাবিলায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শিনজো আবে একটি সরকারি প্যানেল গঠন করেন। এর ভাইস চেয়ার করা হয়েছিল ড. শিগেরু ওমিকে। তখন থেকে দেশটিতে ৩ বার প্রধানমন্ত্রীত্বের বদল হলেও ড. ওমি তার স্বপদে বহাল আছেন।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

10h ago