কন্ডিশনে মানানোর চেয়ে মানসিক প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছেন তামিম
আরও একটি পুর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যে দেশটিতে এর আগে তিনবার সফর করেও কোনো সফলতার মুখ দেখেনি টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনই বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য। এবারও সেই একই বাধা। স্বল্প সময়ে সেখানকার কন্ডিশনে মানিয়ে নেওয়া বেশ কঠিনই বলে মনে করেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল। তারচেয়ে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখাকেই গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক।
সপ্তাহখানেক আগেই দক্ষিণ আফ্রিকায় পা রেখেছে বাংলাদেশ দল। যদিও এবার চার ধাপে বাংলাদেশ ছেড়েছে টাইগাররা। এ সময়ে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। মানিয়ে নেওয়ার চেষ্টাটা প্রবল। অধিনায়কও বললেন তাই, 'তিনটা-চারটা সেশন অনুশীলন করেছি। এ সময়ে আমরা যতটা সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। একটা জিনিস বুঝতে হবে, এরকম কন্ডিশনে আমরা সব সময় খেলি না।'
দক্ষিণ আফ্রিকা সফরে আগামীকাল সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে এ মাঠের সেন্টার উইকেটে অনুশীলনের সুযোগ পেয়েছে টাইগাররা। ওয়ান্ডারার্সে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচের সেন্টার উইকেটেও করেছে অনুশীলন। তাতে নিজেদের মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন বলে জানান তামিম, 'একদিক থেকে ভালো যে আমরা সেন্টার উইকেটে বেশ কয়েকটি অনুশীলন করতে পেরেছি। ওয়ান্ডারার্সে আমরা সেকেন্ড ম্যাচ খেলবো। সেখানে আমরা সেন্টার উইকেটে অনুশীলন করেছি। যেটা নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচের মতো হয়েছিল। যতটুকু আমরা পারছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।'
অল্প কয়েক দিনে মানিয়ে নেওয়ার চেয়ে নিজেদের মানসিক প্রস্তুতিকে বড় করে দেখছেন টাইগার অধিনায়ক, 'দুদিন-তিনদিনে তো এগুলোর পরিবর্তন হয় না। মূল বিষয় হচ্ছে আপনি মানসিকভাবে যতটুকু প্রস্তুত থাকবেন, যতটা লড়াই করতে পারবেন তাহলে ভালো করতে পারবেন। এটাই মূল বিষয়। আপনি সারাবছর এক ধরণের উইকেটে খেলে সাতদিন আগে এখানে এসে নিজেকে প্রস্তুত পাচ্ছেন। নিশ্চয়ই নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। যেটা বললাম, যতটুকু মানসিকভাবে নিজেকে প্রস্তুত করবেন সেটাই মূল বিষয়।'
তবে সাহস নিয়ে খেলাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তামিম, 'এখানে আমরা আমাদের জিনিসটা নিয়ে মনোযোগী। দক্ষিণ আফ্রিকায় সব সময়ই আমাদের জন্য কঠিন সফর হয় আমাদের জন্য। এবার আমাদেরকে চেঞ্জ থিংস অ্যারাউন্ড। ওটা করার জন্য আমাদের সাহস নিয়ে খেলতে হবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। অনুপ্রেরণার কথা যেটা বললেন... আপনি যখন দেশের জার্সি পরে মাঠে নামেন তার থেকে বড় কিছু আর থাকে না।'
Comments