মাঠে নামতে মুখিয়ে আছেন, তামিমকে জানিয়েছেন সাকিব
অতি নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে যাওয়া সাকিব আল হাসান মাঠে নামতে মুখিয়ে আছেন, অধিনায়ক তামিম ইকবালকে দিয়েছেন এই বার্তা। অথচ সিরিজটিতে মানসিকভাবে প্রস্তুত নন বলে যেতে চাইছিলেন না তিনি। তাকে প্রায় দুই মাসের বিশ্রামও দিয়েছিল বিসিবি।
এক মাস জুড়ে দক্ষিণ আফ্রিকায় সাকিবের যাওয়া, না যাওয়া নিয়ে কয়েকবার সিদ্ধান্ত বদল হয়। চাওয়া অনুযায়ী মানসিক ও শারীরিক অবসাদে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রামও পেয়েছিলেন সাকিব। তবে গত ১২ মার্চ দলের সকলে চলে যাওয়ার পর চরম নাটকীয়তায় বদলে যায় প্রেক্ষাপট। বিসিবিতে এক জরুরি সভায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন সাকিব।
সাকিব সিরিজ খেলতে যেতে রাজী হওয়ার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মানসিকভাবে ফুরফুরে না থাকায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন এই ক্রিকেটার। কাজেই দক্ষিণ আফ্রিকায় গিয়েও প্রয়োজনে দুই-এক ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সাকিবকে।
প্রথম ওয়ানডের আগের দিন বৃহস্পতিবার অধিনায়ক তামিম জানালেন, সিরিজের মাঝে সাকিবকে বিশ্রাম দেওয়ার কোন বার্তা তার কাছে নেই, 'আমার কাছে এমন কোনো বার্তা নেই যেখানে আমাকে বলা হয়েছে ওকে এক দুইটা ম্যাচ বিশ্রাম দিতে হবে বা কিছু। আমি জানি সে আমাদের দলের সঙ্গে আছে এবং পুরো সিরিজের জন্য অ্যাভেইলেবেল।'
দক্ষিণ আফ্রিকা উড়াল দেওয়ার আগে সাকিব জানিয়েছিলেন তিনি কিছুটা ভালো আছেন, সফরে গেলে সেখানকার প্রাকৃতিক পরিবেশ হয়ত আরও ভাল করে তুলবে তাকে। ওয়ানডে অধিনায়ক জানালেন সাকিবের সঙ্গে মানসিক অবসাদ নয়, কেবল ক্রিকেট নিয়েই কথা হয়েছে তার, যাতে তিনি এই শীর্ষ তারকার খেলার প্রতি তীব্র তাড়নাই দেখতে পেয়েছেন, 'তার সঙ্গে আমার নরম্যাল ক্রিকেট নিয়েই আলাপ হয়েছে। কালকের ম্যাচটি খেলতে মুখিয়ে আছে। সে চায় আমরা যেন সবাই মিলে ভালো করি। তাছাড়া অন্য কোনো তথ্য আমার কাছে নেই।'
শুক্রবার সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে।
Comments